নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। সে লক্ষ্যে ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে আ’লীগ প্রার্থীর নির্বাচনী কার্যলয় স্থাপন করা হচ্ছে।
এবারে নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ’র (খোকন সেরনিয়াবাত) সমর্থনে ৩০ নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনার জন্য একটি কার্যালয় স্থাপন করা হয়েছে।
গড়িয়ার পাড় এলাকায় স্থানীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গড়িয়াপাড় বাজার কমিটির সভাপতি মোঃ রিয়াজ হোসেন এর উদ্যোগে সকল কর্মী সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ঐ নির্বাচনী অফিস স্থাপিত হয়।
গড়িয়াপাড় বাজার কমিটির সভাপতি রিয়াজ হোসেন বলেন, নৌকার জয় নিয়েই আমরা ঘরে ফিরব। নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত ৩০ নং ওয়ার্ডের নেতাকর্মীরা মাঠে থেকে কাজ করে যাব। নৌকার জয় সুনিশ্চিত।