নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের প্রজ্ঞাপন মোতাবেক বরিশাল বিভাগে বাংলাদেশ স্কাউটস দিবস-২০২৩ পালন করা হয়েছে।
গত ৮ এপ্রিল বরিশাল অঞ্চল, জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়েও দিবসটি পালন করা হয়। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, রূপাতলী, বরিশালে বাংলাদেশ স্কাউটস দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন স্কাউট ও গার্ল-ইন-স্কাউট সদস্য উপস্থিত ছিলেন।
শুরুতে স্কাউট পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত, জাতীয় সংগীত ও প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন মো: আনোয়ার হোসেন, উপজেলা কাব লিডার, সদর উপজেলা, নুরুন্নাহার, যুগ্ম সম্পাদক, বরিশাল জেলা স্কাউটস, মো: মজিবর রহমান, এলটি, লিডার ট্রেনার প্রতিনিধি, মো: ফারুক আলম, এএলটি, যুগ্ম সম্পাদক, বরিশাল আঞ্চলিক স্কাউটস, তুষার কান্তি চৌধুরী, এলটি, ডিআরসি (প্রশিক্ষণ), বরিশাল অঞ্চল।
বিশ্লেষণী বক্তব্য প্রদান করেন স্বপন কুমার দাস, এলটি, আঞ্চলিক পরিচালক ও সম্পাদক, বরিশাল অঞ্চল। অনুষ্ঠানটি সঞ্চালন করেন দেবাশীষ হালদার, এলটি, ডিআরসি (প্রোগ্রাম), বরিশাল অঞ্চল স্কাউট দিবসের কার্যক্রমের মধ্যে দিনব্যাপী ডে ক্যাম্প, ওন অনুষ্ঠান ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।