ঢাকাSaturday , 18 March 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নিউনেস ল্যাবরেটরী স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত

admin
March 18, 2023 6:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে নিউনেস ল্যাবরেটরী স্কুলে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে প্রামাণ্যচিত্র প্রদর্শণী আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গত ১৭ মার্চ সকাল সাড়ে ৯ টায় নগরীর রুপাতলী হাউজিং এলাকায় চলমান প্রতিষ্ঠানটির নিজস্ব অডিটোরিয়ামে এ কর্মসূচী সম্পন্ন হয়। এসময় বক্তব্য রাখেন প্রিন্সিপাল মুহাম্মাদ আতিকুল্লাহ ।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন দিক জানার মাধ্যমে শিক্ষার্থীদের আগামী দিনে দেশকে নেতৃত্ব দেয়ার জন্য তৈরি হতে হবে। দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়ার জন্য যেমন একজন বঙ্গবন্ধুর প্রয়োজন ছিল, তেমনি দেশ গঠনে আমাদের একেক জন বঙ্গবন্ধু হিসেবে গড়ে উঠতে হবে।

আয়োজিত সভায় বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও দোয়া কামনা করা হয়।

এসময় অনুষ্ঠানে স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিমসহ অন্যান্য শিক্ষক , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন.