ঢাকাWednesday , 24 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
May 24, 2023 1:32 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসি’র চেয়ারম্যান (সিনিয়র সচিব) শ্যাম সুন্দর সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি বরিশাল জেলার টেলিযোগাযোগ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তা বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা সাইবার নিরাপত্তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ’র অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল ফরহাদ সরকার, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান, স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাইসহ বিভিন্ন অতিথিরা এবং সকল মোবাইল অপারেটর উপস্থিত ছিলেন।