নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর আলেকান্দা রুপাতলী সাগরদী (এআরএস) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৫৩তম বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১০ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রারম্ভ হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকার এর পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জাকির হোসেন ভুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী যুবলীগ এর যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, সহকারী প্রধান শিক্ষক দিপক চন্দ্র দাসসহ শিক্ষক , শিক্ষার্থী ও অতিথীবৃন্দ ।