নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে দু’দিন ব্যাপি ৯৭তম বার্ষিক ইসলাহী মাহফিল দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
গতকাল মাদ্রাসার ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মুসল্লীদের উপস্থিতিতে মাহফিল ময়দান কানায় কানায় পুর্ণ হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতী আব্দুল মালেক( আমিনুত আ’লীম, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা)।
আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ( সদরুল মুহতামিম ও প্রধান মুরব্বী , মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া) এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ওবাইদুর রহমান মাহবুব, মো. মুফতী মাহমুদুল হাসান, মুফতী শাহ্ নূরুল আমিন, মুফতি শাব্বীর আহমাদ (দা.বা.), মাওলানা আব্দুল হালীম, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, হযরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা আব্দুল গফফার, মুফতী মিজানুর রহমান কাসেমী, মুফতী তাহমিদুল মাওলা।
এর আগে মাহফিলের প্রথম দিন বয়ান পেশ করেন মুফতী হাবিবুর রহমান মিসবাহ (দা.বা.) কুয়াকাটা,( পরিচালক, মারকাজুত তাকওয়া ইসলামিক রিচার্চ সেন্টার, ঢাকা) । সমাপনী দিনে অর্থাৎ গতকাল বয়ান পেশ করেন মুফতী হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী( চেয়ারম্যান, জাগুয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল) ও মুফতী আবুল কালাম আজাদ( মুহতামিম, জামিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা, বরিশাল)। দু’দিন ব্যাপী মাহফিলে আরজগুজার করেন মুফতী নুরুল্লাহ আশরাফী ( পীর সাহেব, তালগাছিয়া )।
এছাড়া মাহফিলে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন প্রমুখ।