ঢাকাMonday , 6 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে দু’ দিন ব্যাপি মাহফিল শুরু হচ্ছে আজ

admin
November 6, 2023 12:24 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া তালগাছিয়া মাদ্রাসার উদ্যোগে দুদিন ব্যাপি ৯৭তম ইসলামী মাহফিল শুরু হচ্ছে আজ।

মাদ্রাসার ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতী আব্দুল মালেক( আমিনুত আ’লীম, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা)। আলহাজ্ব হযরত মাওলানা সিদ্দিকুর রহমান ( সদরুল মুহতামিম ও প্রধান মুরব্বী , মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফিয়া) এর সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ওবাইদুর রহমান মাহবুব, মো. মুফতী মাহমুদুল হাসান, মুফতী শাহ্ নূরুল আমিন, মুফতি শাব্বীর আহমাদ (দা.বা.), মাওলানা আব্দুল হালীম, মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম, হযরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শরীফ মুহাম্মাদ, মাওলানা আব্দুল গফফার, মুফতী মিজানুর রহমান কাসেমী, মুফতী তাহমিদুল মাওলা।

এছাড়া প্রথম দিন বয়ান পেশ করবেন মুফতী হাবিবুর রহমান মিসবাহ (দা.বা.) কুয়াকাটা,( পরিচালক, মারকাজুত তাকওয়া ইসলামিক রিচার্চ সেন্টার, ঢাকা) । দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন মুফতী হেদায়াতুল্লাহ্ খাঁন আজাদী( চেয়ারম্যান, জাগুয়া ইউনিয়ন পরিষদ, বরিশাল) ও মুফতী আবুল কালাম আজাদ( মুহতামিম, জামিয়া রশিদিয়া দারুল উলুম মাদ্রাসা, বরিশাল)। দু’দিন ব্যাপী মাহফিলে আরজগুজার করবেন মুফতী নুরুল্লাহ আশরাফী ( পীর সাহেব, তালগাছিয়া )।

মঙ্গলবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে বলে জানিয়েছে মাহফিল বাস্তবায়ন কমিটি।