ঢাকাSaturday , 22 July 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপনে বৈঠক, জামায়াতের ১১ সদস্য আটক

admin
July 22, 2023 8:59 pm
Link Copied!

অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর কুয়াকাটায় উগ্রবাদী বই ও লিফলেটসহ জামায়াতে ইসলামীর ১১ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে পৌর শহরের আবাসিক হোটেল আল হেরার ৩০৪ নম্বর কক্ষ থেকে তাদের আটক হয়।

এদিকে, আটকের সময় জামায়াতে ইসলামী সদস্যদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আটককৃতরা হলেন- ফরিদুল হক (৫৬), মোফাজ্জেল হক (৭৫), ফারুক হোসেন (৫৭), আজিজুর রহমান (৩৮), আবদুল হান্নান (৫০), আরিফ হোসেন (২৪), জাহিদুল ইসলাম (৪৬), শফিকুল ইসলাম (৫৪), এনামুল হক সরদার (৩৭), হালিম হাওলাদার (৬৪) ও হারুনর রশিদ (৫৭)। তাদের সবার বাড়ি ঝালকাঠী জেলার বিভিন্ন উপজেলায়।

আহত পুলিশ সদস্যরা হলেন- মহিপুর থানার এসআই শহিদুল, কনস্টেবল মাসুম, হাসান ও ফরদার। তারা কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কলাপাড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আটককৃতরা বড় কর্মী সভা এবং নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।