ঢাকাSaturday , 20 May 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় থেকে নিখোঁজ ব্যবসায়ী বরিশালে উদ্ধার

admin
May 20, 2023 2:20 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়ার ত্রিমোহনী বারখাদা এলাকার চাল ব্যবসায়ী শরিফুল ইসলাম ফাইমকে নিখোঁজের ২৩ দিন পর বরিশাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরের দিকে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকার বিআরটিসি বাস কাউন্টার থেকে তাকে উদ্ধার করা হয়।

গত ২৭ এপ্রিল বিকেলে চাল কেনার জন্য খাজানগর মোকামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের একদিন পর তার মোটরসাইকেল, মোবাইল ও চশমা কুষ্টিয়ার মিরপুরে কামারপাড়া ভারল মাঠ সংলগ্ন ভুট্টা ক্ষেতের পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদৎ হোসেন বলেন, বারখাদা এলাকার চাল ব্যাবসায়ী শরিফুল ইসলাম ফাহিম গত ২৭ এপ্রিল নিখোঁজ হলে তার স্ত্রী রেজিয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার তদন্ত চলাকালীন এসআই সুফল ও মুনসাদদের সহযোগিতায় তাকে বরিশাল থেকে উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি নিখোঁজ ছিলেন এ বিষয়ে জানা যায়নি, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।