অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় নারী ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। এরা হলো- মোসা. তাকমিনা বেগম (২৪), কুলসুম আক্তার রোজিনা (২৬), গুলনাহার বেগম আমেনা (৪৫), ফাতেমা আক্তার (৪০) ও সুরাইয়া আক্তার (৪০)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শেখ কামাল সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছিনতাইকারী চক্রের সদস্যরা কুয়াকাটা থেকে বাসযোগে বরিশাল যাচ্ছিল। পথে কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় বাসটি থামলে এ চক্রের এক সদস্য বাসের যাত্রী মুন্নি আক্তার নামের এক নারীর স্বর্ণের চেইন নিয়ে দৌঁড়ে পালনোর সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। এসময় অপর সদস্যদের আটক করা হয়। এ ঘটনায় মুন্নী আক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন।
কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।