নিজস্ব প্রতিবেদক
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এসএম জাকির হোসেনের মায়ের রুহের মাগফিরাত কামনায় ছিন্নমূল মানুষদের নিয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে বরিশাল নদী বন্দরে বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলর ও বরিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিপন হাওলাদারের উদ্যোগে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত শেষে প্রায় আড়াইশ ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরন করা হয়।
এসময় এসএম জাকির হোসেন ও তার পরিবারের সদস্য ছাড়াও স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম বরিশাল প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আরিফিন তুষার, বাংলা নিউজের স্টাফ করেসপন্ডেন্ট মুসফিক সৌরভ, ঢাকা পোষ্টের সৈয়দ মেহেদী হাসান, ভোরের কাগজের এমকে রানা, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি তন্ময় তপু, বাংলাদেশ টুডের বরিশাল ব্যুরো জিহাদ রানা, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদ, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক এইচ আর হীরা সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সংগঠকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।