নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল সিটি নির্বাচনে (বিসিসি) আওয়ামী লীগের মনোনয়ন পেতে বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা।
বর্তমানে ভারতের আজমীর শরীফ অবস্থানরত সাদিকের পক্ষে সোমবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা।
মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর বলেন, একজন মেয়র এবং সংগঠক হিসেবে সাদিক আবদুল্লাহ শতভাগ সফল। তাকে ফের দলীয় মনোনয়ন দিতে মহানগর আওয়ামী লীগ কেন্দ্রে রেজ্যুলেশন পাঠাবে। দলের সভাপতি মহানগর আওয়ামী লীগের উপর আস্থা রাখবেন বলে তারা আশা করেন। সংগঠন শক্তিশালী রাখতে সাদিক আবদুল্লাহ’র কোনো বিকল্প নেই বলেও দাবি করেন একেএম জাহাঙ্গীর।
এদিকে সাদিক আবদুল্লাহ’র পক্ষে নগরীতে জনসমর্থন সৃষ্টি এবং নির্বাচনী আমেজ তৈরির লক্ষ্যে তার ভক্ত ও অনুসারীরা নগরময় বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন দিয়ে ভরে ফেলেছেন। এর আগে মনোনয়ন বিক্রির প্রথম দিন রবিবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাহর চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত, সদর আসনের এমপি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন এবং মহানগর ছাত্রলীগের অপসারিত সাবেক সভাপতি জসিম উদ্দিন।
এদের মধ্যে খোকন সেরনিয়াবাত এবং খান মামুন দুই জনেই দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বলে জানিয়েছেন।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ১৬ মে। ১৮ মে মনোনয়ন বাছাই এবং ২৫ মে পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ২৬ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ভোট কেন্দ্র ১২৩টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪০৭ জন। তবে ভোটার এবং ভোট কেন্দ্র আপডেট হচ্ছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।