ঢাকাMonday , 9 October 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তরুনীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১

admin
October 9, 2023 12:23 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ এক তরুনীকে গণধর্ষনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের হোসনাবাদ খেয়াঘাট সংলগ্ন এলাকার।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গত ২৫ সেপ্টেম্বর মুলাদী উপজেলার নাজিরপুর এলাকার বাসিন্দা এক তরুনীকে (১৬) হোসনাবাদ খেয়াঘাট এলাকার টোলঘরে নিয়ে গণধর্ষণ করা হয়। বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় কতিপয় প্রভাবশালীরা নির্যাতিতার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ হুমকি দিয়ে আসছিলেন।

অবশেষে শনিবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নির্যাতিতা তরুনীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাহেবেরচর গ্রামের নেছার উদ্দিনের ছেলে জামাল হাওলাদার, একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার, হারুন মৃধার ছেলে মিরাজ মৃধা ও মহিষা গ্রামের মৃত সোবহানের ছেলে সুজনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ রোববার সকালে সাহেবেরচর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছেন।