নিজস্ব প্রতিবেদক
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবীতে বরিশালে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারী) সকাল ১০ নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ কর্মসূচি সম্পন্ন হয়।
এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণর সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মো: মোখলেছুর রহমান। এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা মো: শামসুল আলম, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ বরিশাল জেলার পরিচালক ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব নুরুল আমিন প্রমুখ।
এসময় বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান হোসেন, মাওলানা মো: রিয়াজ হাওলাদার।