নিজস্ব প্রতিবেদক
বরিশালের বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে তারুণ্যের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকাল ১০ টায় এ কর্মসূচীর প্রারম্ভ হয়। এসময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ন সচিব) খন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথীরা। এছাড়া কুপনের মাধ্যমে লটারী ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের উপহার সামগ্রীও প্রদান করা হয়।
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ও কলেজের গভর্নিং বডি’র সভাপতি বিলকিস আক্তার জাহান শিরিনের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল কিশোর মজলিসের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল ও ভারপ্রাপ্ত মেয়র কে, এম শহিদুল্লাহ। এছাড়াও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকলেচুর রহমানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।