নিজস্ব প্রতিবেদক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই’ পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে বরিশাল নগরীর রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ আলম গাজী।
এসময় তিনি বলেন, দেশব্যাপী নির্দেশনা অনুযায়ী সব শিক্ষা প্রতিষ্ঠানে তারুণ্যের উৎসব শুরু হয়েছে। আমরাও নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছি। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সমাদৃত হতে পারবে। একইসাথে দেশকে সমৃদ্ধেও লক্ষ্য রেখে এগিয়ে যেতে পারবে।
এদিন উৎসব ঘিরে প্রতিষ্ঠানে নানা কর্মসূচি সম্পন্ন হয়। এর মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, তারুণ্য মেলা, জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী আলোচনা, উদ্যোক্তা ও সোস্যাল বিজনেস বিষয়ক আলোচনা, পলিথিন ও প্লাস্টিক বর্জন এবং পরবেশ সংক্রান্ত আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নে ইতিবাচক সব কর্মকান্ড সম্পর্কে অবহিত করা হয়।
এদিকে শিক্ষার্থীরাও উৎসবকে উচ্ছ্বসিত হয়ে উদযাপন করেছে। বিদ্যালয় প্রাঙ্গনে ৬ টি স্টল স্থাপন করে বিভিন্ন ধরণের কুটির শিল্প, নিজেদের তৈরি হস্তশিল্প প্রদর্শনী ও বিক্রয় করেছেন।
১০ম শ্রেণীর এক শিক্ষার্থী জানায়, আমরা এ উৎসবকে ধারুনভাবে অনুভব করেছি। আমরা নিজেরা বিভিন্ন পণ্য তৈরি স্টলে উঠিয়েছি। এর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি তরুণরা নিজস্ব উদ্যোগে সহজেই একজন উদ্যোক্তা হয়ে ওঠতে পারেন। আর এতে পরিবার ও দেশ সমৃদ্ধ হবে।
আরেক শিক্ষার্থী জানান, স্টলে আমরা কুটির শিল্প উঠিয়েছি। এ শিল্প আর্থসামাজিক সমাজ উন্নয়নে সহায়ক ভুমিকা পালন করে।
অনুষ্ঠিত কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: জাকির হোসেন । এছাড়া অন্যান্য শিক্ষকদের মধ্য উপস্থিত ছিলেন মো: আব্দুল হাই, গিয়াস উদ্দিন খান, শফিউল আজম, আবুল কাশেম, খালেদা বেগম, নাহিদা আফরোজ শিউলি, রওনক জাহান বিথী, সুলতানা বেগম, শাহনাজ, রাবেয়া, দেলোয়ারা বেগম প্রমুখ।