নিজস্ব প্রতিবেদক
এমআরএসসি বরিশালে বরিশাল সদর উপজেলার প্রবাসবন্ধু ফোরামের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আব্দুল খালেক আকন।
সভায় বিদেশ ফেরত অভিবাসীদের চিহ্নিতকরণ ও তাদের মধ্যে অসহায়, দুস্থ, সমস্যা পিড়িত ও অসহায়দের পাশে থাকার অঙ্গিকার করা হয়। ইতিমধ্যে সদর উপজেলায় ৮ জনকে ম্যাটেরিয়াল আসিস্ট্যান্স সহায়তা, ৫ জনকে ড্রাংভিং প্রশিক্ষণ ও ৪ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
সভায় আরো আলোচনা করেন সহ সভাপতি মোসা: জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক শেখ মুনির হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক – এম আর শুভ, এমআরএসসি সেক্টর স্পেশালিষ্ট সাইকোসোশ্যাল কাউন্সেলর – এস এম সুদীপ্ত শাহীন ও প্রোগ্রাম অর্গানাইজার – মো: রাকিব হোসেন প্রমূখ।