ঢাকাSaturday , 22 July 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে একসাথে তিন পুত্র সন্তানের জন্ম

admin
July 22, 2023 8:01 pm
Link Copied!

শামীম আহমেদঃ  বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরের বেসরকারি সুইজ হাসপাতালে বর্ষা আক্তার (২৩) নামের এক গৃহবধু একসাথে তিনটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। শুক্রবার রাতে একসাথে তিন সন্তানের জন্ম হওয়ায় গৃহবধুর পরিবারের মধ্যে আনন্দের বন্যা বইছে।

একসাথে তিন সন্তানের জন্ম দেওয়ায় বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য শনিবার সকালে হাসপাতালে উৎসুক জনতার ভীড় জমেছিলো। গৃহবধু বর্ষা উজিরপুর উপজেলার যুগীহাটি গ্রামের ওয়ার্কশপ মিস্ত্রি পলাশ মোল্লার স্ত্রী।

গৃহবধু বর্ষার শাশুড়ি রোজিনা বেগম জানান, বর্ষাকে শুক্রবার বিকেলে বাটাজোর বন্দরের সুইজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাকে (বর্ষা) ভর্তির পরামর্শ দেন। পরে ওইদিনই রাতে হাসপাতালের চিকিৎসক ডা. শিউলির তত্ত্বাবধানে সিজারের মাধ্যমে তিনটি পুত্র সন্তানের জন্ম দেয় বর্ষা।

রোজিনা বেগম আরও জানান, শনিবার দুপুরে তিন সন্তানের নাম রাখা হয়েছে আবু বকর, মিজানুর রহমান ও ওমর ফারুক। তিনি আরও জানান, একটি বাচ্চা অসুস্থ হওয়ায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই নবজাতক ও তাদের মা সুস্থ আছে।

একসাথে তিন সন্তান জন্মগ্রহণ করায় তাদের (রোজিনা) পরিবারে খুশির বন্যা বইছে বলেও তিনি উল্লেখ করেন। হাসপাতালের পরিচালক রুপা আক্তার বলেন, গৌরনদীর কোন হাসপাতালে এই প্রথমবার একসাথে তিনটি সন্তানের জন্ম হয়েছে। তাই হাসপাতালের পক্ষ থেকে ওই পরিবারটিকে সার্বিক সহযোগিতা করা হবে।

jahid faruk mp