ঢাকাWednesday , 18 January 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ৪টি বসতঘর

admin
January 18, 2023 1:08 am
Link Copied!

অনলাইন ডেস্কঃ বরিশাল নগরীর চাঁদমারি মাদরাসা সংলগ্ন বঙ্গবন্ধু কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে এলাকার চারটি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধু কলোনির নূরু জমাদ্দারের ঘরে আগুন লাগে। একে একে মজিবর হাওলাদার, বজলু মিস্ত্রি ও খলিল হাওলাদারের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

নূরু জমাদ্দারের স্ত্রী হাসিনা বেগম বলেন, কেউ শত্রুতা করে আগুন দিয়েছে। আমার ঘরের সব মালামাল ও ৩০ জোড়া কবুতর পুরে গেছে।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সময় সাপেক্ষে তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।