ঢাকাMonday , 20 March 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পিপি পদে এ্যাডঃ সৈয়দ উবায়েদ উল্লাহ সাজুর যোগদান

admin
March 20, 2023 1:48 am
Link Copied!

মেহেদী তামিম, অতিথী প্রতিবেদক

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের সরকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে যোগদান করলেন জেলা আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি এ্যাডঃ সৈয়দ উবায়েদ উল্লাহ সাজু (৬৪)।

গতকাল সকাল সাড়ে ৯ টায়  জেলা প্রশাষক জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে সরকারী পাবলিক প্রসিকিউটরের দায়িত্ব গ্রহন করেন তিনি

এসময় উপস্থিত ছিলেন বরিশাল বারের সাবেক সভাপতি এ্যাডঃআনিচ উদ্দিন আহমেদ শহীদ, এ্যাডঃলস্কর নুরুল হক,বর্তমান সভাপতি এ্যাডঃফয়জুল হক ফয়েজ, সাধারন সম্পাদক এ্যাডঃ দেলোয়ার মুন্সী, এ্যাডঃমামুন চৌধুরি, এ্যাডঃসুবিমল দাস রিপন, এ্যাডঃসাইফুল আলম চাঁন, চাঁন, এ্যাডঃফাহাদ বিন বাশার, এ্যাডঃমামুন মিয়া, এ্যাডঃআমিনুর রহমান, এ্যাডঃ সায়েমুল আলম রিপন, এ্যাডঃতানভীর আহমেদসহ আইনজীবিবৃন্দ।

নবনিযুক্ত পিপি এ্যাডঃ সৈয়দ উবায়েদ উল্লাহ সাজু সকলের কাছে  দোয়া প্রত্যাশা কামনা করে আরোপিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার আশাবাদ ব্যক্ত করেন।