ঢাকাSaturday , 8 March 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

টিসিবির পন্য বোঝাই ট্রাক নিয়ে ‘ডিলার’ তার আত্নিয়ের বাসায়

admin
March 8, 2025 5:37 pm
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক ঃ
নগরীতে ট্রাক সেল এ পন্য বিক্রি নিয়ে অনিয়ম ও নয়-ছয় শুরু করেছে সাধুবেশি এক ডিলার। অতিরিক্ত লাভের আশায় অফিস কতৃক প্রদেয় আদেশ অমান্য করে পন্য অন্যত্র সরিয়ে ফেলারও অভিযোগ রয়েছে,পাশাপাশি নিজ আতিœয়ের বাসায় মাপঝোপের কারনে ক্রেতা সাধারন নেয্য পন্য থেকে বঞ্জিত হচ্ছে। এনিয়ে টিসিবির ওই ডিলারের সরনাপন্ন হলে নিজেকে সাধু দাবী করে ‘সিনহা ষ্টোর’ নামের প্রতিষ্ঠানের মালিক মোঃ মনিরুল ইসলাম,বলেন আমার মত সৎ ডিলার একজনও নেই বরিশালে। অফিস কতৃক নির্ধারিত স্থানে উপস্থিত সাধারন মানুষের মাঝে পন্য বিক্রি করার কথা অথচ মনিরুল সকাল ১১টার ভিতরে গোডাউন থেকে পন্য খালাস করে সরাসরি নিধারিত স্থানে না নিয়ে তার এক আতœীয়ের বাসা নগরীর ২২নং ওয়ার্ডের অর্ন্তগত টেক্সষ্টাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতরে ট্রাক ঢুকিয়ে আত্নীয় স্বজনদের নিয়ে মাপঝোপ শুরু করে। বেলা ১টার সময় খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থ’লে গেলে,তাদের সামনেই মনিরুল ইসলাম স্বীকার করে বলেন, ১নং ওর্য়াড সচিব এর সাথে যোগাযোগ করেই তিনি এখানে এসেছেন। অথচ বরিশাল টিসিবি কতৃপক্ষ বলেন, আমরা স্পষ্ট নির্দেশনা দিয়েছি সকাল ১১.৩০ মিনিটের মধ্যে প্রত্যেক ডিলার তার পন্য গোডাউন থেকে নিয়ে নির্ধারিত স্থানে চলে যাবে এবং স্পটে বসে সাধারনের মাঝে মেপে পন্য বিতরন করবে। এক্ষেত্রে মনিরুল ইসলাম স্পতই টিসিবির আইন চরমভাবে লঙ্ঘন করেছে। টিসিবির তথ্য মতে, টিসিবি কার্ড বাতিল হওয়া এবং স্মার্ট কার্ড সল্প পরিমানে বিতরন হওয়ায়, সেইসাথে নতুন করে কার্ড তৈরীর প্রক্রিয়া চলমান থাকায় নগরীতে সকল পন্য বিক্রির সুবিধা নিম্ন মধ্যবিত্তেরে নিকট পৌছানো যাচিছলনা। তাই কতৃপক্ষ সব ওয়ার্ডে ট্রাক সেলের মাধ্যমে কোন কার্ড ছাড়াই পন্য সামগ্রী বিক্রয়ের উদ্দাগ নেয়। এখানে তেল ২ লিটার, চিনি ১কেজি,মুসুর ডাল ২ কেজি, ছোলা বুট ১ কেজি ও খেজুর অধা কেজি করে সুলভ মুল্যে এবং বাজারের চেয়ে প্রায় অর্ধেক দামে বিক্রয়ের কার্যক্রম শুরু করে। তাছাড়া বাজারে ওই সকল পন্যের চড়া মুল্যের কারনে নিত্র পন্যের দাম সর্ব সাধারনের নাগালের মধ্যে রাখতেই ভর্তুকি দিয়ে এই ট্রাক সেল কার্যক্রম অব্যাহত রাখছে। আর এতেই ডিলার মনিরুলের ভাগ্য খুলে যাবার পথ সুগম হয়। গোডাউন থেকে মাল খালাসের পর নির্ধরিত ওয়ার্ডে পৌছানোর মাঝে কোন তদারকি না থাকায়। এই রাস্তাটুকো সম্পুর্ন নিরাপদ, তাই যেখানে ই”ছা মাল নামিয়ে রেখে স্পটে গিয়ে তরিঘড়ি করে উপস্তিত সাধারনের মাঝে বাকি পন্য বিক্রি করে সটকে পরে। এতে স্বাভবিক লাভের চাইতে অনেক বেশি লাভবান হওয়া যায়। এর প্রমান মেলে যখন মুনিরুল তার কাছে তথ্য জানতে চাওয়া সাংদিকদের বলেন, যদি আপনারা চান তবে আমি (মনিরুল) আপনাদের প্রত্যেককে একটি করে প্যাকেজ দিয়ে দেব। তবে, সাংবাদিকরা এটা গরিবের প্রাপ্য বলে নিতে অপারগতা প্রকাশ করলে মনিরুল বিষন্ন মনে নিজেকে বরিশালের সবচেয়ে সৎ ব্যবসায়ী দ্বাবী করে। এ বিষয়ে বরিশাল টিসিবির দ্বায়ীত্বরত কর্মকর্তা সুভাস কর্ম কার এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমরা আগের দিন অর্থাৎ ৭ মার্চ এ সংক্রান্ত যাবতীয় নির্দেশাবলি আমাদের অফিসিয়াল হটস এ্যাপএ সকল ডিলারদের জানিয়ে দিয়েছি এবং সকল ডিলার সে নিয়ম মতেই পন্য খালাস এবং বিতরন করেছে। ডিলার মনিরুলের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমরা অনুসন্ধান করে যথাযত ব্যবস্থা গ্রহন করবো।