ঢাকাFriday , 2 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ঠান্ডাজনিত রোগে ১১৫ শিশুর মৃত্যু

admin
February 2, 2024 11:22 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশালে অবিরত তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১৫ রোগীর মৃত্যু হয়েছে। জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে তারা শেবাচিম হাসপাতালে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে হাসপাতাল সূত্র এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের হিসাব মতে শেবাচিম হাসপাতালের বাইরেও বরিশাল বিভাগের অন্য সরকারি হাসপাতালে জানুয়ারি মাসজুড়ে চার রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছরে এক থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে শীতজনিত নানা রোগে আক্রান্ত পাঁচ হাজার ২৮৫টি শিশু এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারা যাওয়া শিশুদের অধিকাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিল।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি মাসে শেবাচিম হাসপাতালের বাইরে ও ৬ জেলা সদরের হাসপাতালসহ ৪২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে ৫ হাজার ১৪৪ রোগী। এদের মধ্যে মারা গেছেন চারজন।

শিশু ওয়ার্ডের সেবিকারা জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশ ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত। একারণে হাসপাতালে শয্যা সঙ্কট দেখা দিয়েছে। তাই মেঝেতে শুইয়ে শিশুদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, শীত মৌসুমে কুয়াশায় মিশে থাকা ধূলিকণা ফুসফুসে প্রবেশ করে। তাই আগের চেয়ে এ বছর বেশি মানুষ ফুসফুসের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন।

এ কারণে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরে বের হতে হবে। শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার পাশাপাশি গরম কাপড় ও মাস্ক পরাতে হবে।’

jahid faruk mp