ঢাকাThursday , 1 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

‘অস্ত্রের লাইসেন্সের আবেদন করা যাবে ঘরে বসেই’

admin
February 1, 2024 10:25 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

এখন থেকে ঘরে বসেই অস্ত্রের লাইসেন্স ও নবায়নের জন্য আবেদন করা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেই, তখন সাংবাদিকরা জানতে চাইতেন, সারাদেশে মোট কত অস্ত্রের লাইসেন্স আছে। কয়টা নতুন দেওয়া হয়েছে। কিন্তু আমি কোনো উত্তর দিতে পারতাম না। তখন ডিসির কাছে ফোন করে জানতে হতো, কয়টা আবেদন পেন্ডিং আছে। কয়টা দিয়েছেন। সবগুলো নিয়েই তাদের ইনফরমেশন ছাড়া আমরা কিছু বলতে পারতাম না।’

আসাদুজ্জামান খান বলেন, ‘এটা আমার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। কীভাবে কী করা যায়। এখন আবেদনকারীরা ঘরে বসেই আর্মসের লাইসেন্স ও নবায়নের জন্য আবেদন করতে পারবেন।’

তিনি বলেন, ‘অস্ত্রের লাইসেন্সটা ছিল বিরাট একটা বইয়ের মতো। প্রথম অবস্থায় একটা বই দেওয়া হতো। এটার মধ্যে সিল মেরে দেওয়া হতো। রিনিউ হলেও এটা করা হতো। এসব সমস্যা সমাধানের জন্য আজ যে সিস্টেমটা চালু হতে যাচ্ছে— সেটা চালু হলে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’

ডিজিটাল সিস্টেমের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথমে চট্টগ্রাম থেকে একজন নিয়ে আসলেন একটা স্মার্টকার্ড। তখন মনে করলাম, এটা তো খুব ভালো সিস্টেম। তখন আমাদের মন্ত্রণালয়কে বললাম— দেখুন, এটা কী করা যায়। যদিও দেরি হয়েছে, তারপরও আমরা শুরু করেছি। এটা প্রয়োজন ছিল।’

তিনি বলেন, ‘দেশে কতটা আর্মস আছে, কী ধরনের আর্মস আছে, কী ধরনের আর্মস আমদানি হচ্ছে। কার কাছে এসব থাকছে। এখন আমরা এখানে বসেই জানতে পারব— টোটাল আর্মস লাইসেন্সধারী কতজন। ডিলারদের কাছে কত আর্মস ও অ্যামুনেশন আছে। সবগুলো বিষয়ে জানার জন্য সেই উপায়টা এখন বের হয়েছে।’

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমানসহ পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।