ঢাকাThursday , 25 January 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় সংসদে সংরক্ষিত আসন, বরিশাল বিভাগ থেকে আলোচনায় যারা

admin
January 25, 2024 11:45 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হয়েছে। গঠিত হয়েছে মন্ত্রীপরিষদও। নির্বাচন শেষের পর পরই শপথ ও নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সরকার গঠন করা হয়েছে।

এবার আলোচনা শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসন নিয়ে। আসনে সংরক্ষিত পদে শুরু হয়ে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ।

জানা গেছে, একাদশ জাতীয় সংসদে বরিশাল বিভাগের ছয় জেলায় সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন তিন রাজনীতিক।

এবারের সংসদে শোনা যাচ্ছে বিভাগ থেকে এক ডজন আওয়ামী লীগের নেত্রীর নাম।
তারা সংসদে সংরক্ষিত পদে ইতিমধ্যে তৎপরতাও চালিয়ে যাচ্ছেন।

জানা গেছে, এদের মধ্যে কেউ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতার স্বজন, কেউ জনপ্রতিনিধির পত্নী কিংবা কেউ ছাত্রলীগের সাবেক নেত্রী। বর্তমানে সংরক্ষিত আসনের এমপি হতে বিভাগের নারীনেত্রীরা প্রধানমন্ত্রীসহ দলের উচ্চপর্যায়ে যোগাযোগ করেছেন।

সূত্রে আরও জানা গেছে, সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত আসনে একজন এমপি হন। সে হিসাবে বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসনের বিপরীতে কমপক্ষে তিন থেকে চারজন এমপি পাওয়ার সুযোগ রয়েছে।

আর বিভাগের রাজনীতির কেন্দ্রস্থল হলো বরিশাল। একাদশ সংসদে জেলায় সংরক্ষিত এমপি ছিলেন দুজন। এঁরা হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেত্রী রুবিনা আক্তার মীরা ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির পত্নী লুৎফুন্নেছা খান।

এবারের জাতীয় দ্বাদশ সংসদে সাবেক প্রয়াত মেয়র শওকত হোসেন হিরণের পত্নী বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ হিরণ, বরিশাল সিটি মেয়রের পত্নী লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নাম শোনা যাচ্ছে।

জানা গেছে, শওকত হোসেন হিরন ২০১৪ সালের ৯ এপ্রিল মারা যান ও তার নির্বাচনী আসন শূন্য হয়ে যায়। উক্ত আসনে জেবুন্নেছা আফরোজ আওয়ামী লীগের মনোয়ন পান। ১৫ জুন উপনির্বাচন করা হয়। এতে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছিলেন ১ লক্ষ ৮৩ হাজার ৬২৯ ভোট এবং তার প্রতিদ্বন্দী পেয়েছিলেন ৬ হাজার ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনএফের সাইফুল ইসলাম লিটন (টেলিভিশন প্রতীক নিয়ে) পেয়েছেন ৬ হাজার ১৩৬ ভোট। তিনি ২০১৪ সালের ২২ জুন শপথ গ্রহণ করেন।
বর্তমানে তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এদিকে দ্বীপ জেলা ভোলায় জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না তৎপরতা শুরু করেছেন।

উপকূলীয় এলাকা পটুয়াখালীতে সংরক্ষিত এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা। এবার জেলা থেকে মনোনয়ন চেয়েছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি।

তিনি ৮০-র দশকে গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী।

বরগুনায় সংরক্ষিত আসনে এমপি হতে সাবেক দুজন এমপির স্ত্রীসহ মোট পাঁচজনের তৎপরতা দেখা গেছে। তাঁরা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রানী এবং বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী।

পিরোজপুরে সংরক্ষিত আসনে তৎপর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন। তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের স্ত্রী। এ ছাড়া মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিনের নামও শোনা যাচ্ছে এ তালিকায়।

jahid faruk mp