ঢাকাTuesday , 26 March 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

নিউনেস ল্যাবরেটরী স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

admin
March 26, 2024 11:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, স্মৃতিময় সেই ২৬ মার্চ। গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ।

জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এ দিবসটিতে সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নানাবিধ কর্মসুচী পালনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়।

এরই ধারাবাহিকতায় ২৬ মার্চ বরিশালের নিউনেস ল্যাবরেটরী স্কুলে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। নগরীর রুপাতলী হাউজিং এলাকায় চলমান প্রতিষ্ঠানটির মিলনায়তনে এ কর্মসুচী সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপ্যাল মোঃ আতিকুল্লাহ।

তিনি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের পাশাপাশি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভুমিকা পালনকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। একইসাথে মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

jahid faruk mp