নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডের অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর সুলতান মাহমুদ।
গতকাল থেকে তিনদিন ব্যাপি এ কর্মসূচি বাস্তবায়ন করছেন তিনি।
রুপাতলীস্থ নিজস্ব কার্যালয়ে অসহায় ৪ হাজার নারীকে শাড়ি ও ৫’শ জনকে নগদ অর্থ বিতরণ করেন কাউন্সিলর সুলতান মাহমুদ।
ঈদ উপহার সামগ্রী পেয়ে ওয়ার্ডবাসী মানবিক এই কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, কাউন্সিলর সুলতান মাহমুদ সর্বদাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
মানবিক এই জনপ্রতিনিধি পেয়ে ওয়ার্ডবাসী স্বস্তি প্রকাশ করেছেন।