অনলাইন ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় দুই মুখ ও সাত পা বিশিষ্ট একটি গরুর বাছুরের জন্ম হয়েছে। শনিবার সকালে উপজেলার ফতেপুর গ্রামের কৃষক সোহেল মৃধার বাড়িতে এ বাছুরটির জন্ম নেয়। এ সময় ওই বাছুরটি এক নজর দেখতে ভিড় জমান উৎসুক জনতা। তবে বাছুরটি জন্মের প্রায় তিন ঘণ্টা পর মারা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল মৃধার ১৩টি গরু রয়েছে। এর মধ্যে একটি গাভী সকালে বাছুর প্রসব করে। বাছুরটি সাত পা, দুই মুখ, চারটি চোখ ও চারটি কান নিয়ে জন্ম নেয়। পরে তিন ঘণ্টা পর বাছুরটি মারা গেলে মাটিচাপা দেওয়া হয়।
কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গাজী শাহ আলম জানান, ‘কনজেনিক্যাল ডিফেক্টে’ আক্রান্ত গরু এমন বাছুর জন্ম দেয়। বিষয়টি খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।