ঢাকাSaturday , 5 October 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে কাতার চ্যারিটির অর্থায়নে মসজিদ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

admin
October 5, 2024 12:17 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের কাঁচাবালিয়া‌ গ্ৰামে হাই স্কুল সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।শুক্রবার (০৪ অক্টোবর) ভিত্তিপ্রস্তর স্থাপনে প্রধান মেহমান হিসেবে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান। বিশেষ মেহমান বরিশাল বিএম কলেজের সাবেক এজিএস ও সমাজসেবক শেখ নেয়ামুল করিম উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আমন্ত্রিত অতিথিরা বলেন , ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে ইহকাল এবং পরকালে এর শান্তি মিলে। তাই নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সকলকেই এগিয়ে আসা উচিত। তারা আরো বলেন, একজন মুসলিমের কাছে তার নিজের ঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। এসময় আরো উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহজাহান মাঝি, সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ সিকদার,সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান রাজু, কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল আলম, ইমাম ও খতিব সৈয়দ মাসুম বিল্লাহ সহ মুসল্লী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ।এছাড়াও মসজিদ নির্মাণ কাজের সার্বিক পরিচালনা করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ ইউসুফ আলী।উল্লেখ্য, ১৯৯১ সালের দিকে স্থানীয় মৃত মোঃ আনোয়ার হোসেন মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন। পরবর্তীতে তার ছোট ছেলে মোঃ ইউসুফ আলী মাস্টার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদের উন্নয়নে কাজ করে আসছেন।