অনলাইন ডেস্কঃ এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে সাংবাদিকপুত্র এইচ.এম. আকতারুজ্জামান রাতুল। সে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেছিল।
এর আগে এইচ.এম. আকতারুজ্জামান রাতুল বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছিল।
সে দৈনিক ভোরের কাগজ পত্রিকার বরিশাল প্রতিনিধি এম.কে. রানা ও গৃহিনী সালমা বেগমের একমাত্র সন্তান। রাতুল তার এ সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকল শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি তার আত্মীয় স্বজনসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছে, যাতে ভবিষ্যতে এ সফলতা অব্যাহত রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে।