নিজস্ব প্রতিবেদক
বন্ধুত্বের মাঝে সৃষ্টি হওয়া বন্ধন, ঐক্যবদ্ধতাই সমাজের সবচেয়ে বড় শক্তি। এই বন্ধনই একসময় সাফল্যের চূড়ায় পৌছে দেয়। এছাড়া সমাজকেও সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে। সমাজের নেতিবাচক সব কর্মকান্ড পরিহার করে ইতিবাচক চিন্তাধারা ও সুস্থ সমাজ গঠনেও ভূমিকা পালন করে।
যদিও সেক্ষেত্রে সে সম্পর্কটুকুও হতে হবে ইতিবাচকমুখী। ব্যক্তি বিশেষকেও ইতিবাচক চিন্তাধারা দিয়ে সেটিকে পরিস্ফুটিত করতে হবে। তবেই সমাজের আলোর বিচ্ছুরণ ঘটবে। ঐক্যবদ্ধতা ও ইতিবাচক চিন্তাধারা সম্পন্ন ব্যক্তিত্বের এমনি এক কর্মকান্ডের দৃষ্টান্ত স্থাপন করেছে বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলীর উকিল বাড়ি মহল্লার যুবসমাজ।
নিজেদের ঐক্যবদ্ধ অবস্থানে রেখে সামাজিক সব ইতিবাচক কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবেই তাদের অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। ঐক্যবদ্ধ হয়ে একদিকে যেমন তারা সমাজের নেতিবাচক দিকটি প্রতিরোধ ও পরিহারে প্রচেষ্টা চালাচ্ছে ঠিক অন্যদিকে ভাল দিকগুলোও প্রতিষ্ঠায় নিরলস কাজ করছে।
তবে এদের নির্দিস্ট কোন সংগঠন নেই তবে নিজেকেই একেকজন সংগঠক হিসেবে তৈরি করে সমাজয়োন্ননে ভুমিকা রাখছে। তাদের এসব কর্মকান্ডে প্রশংসা শুধু মহল্লায়ই সীমাবদ্ধ থাকেনি সর্বত্রই প্রশংসা কুঁড়িয়ে চলছে।
চলমান পবিত্র রমজান মাসে প্রতিবারের ন্যায় এবারেও তেমনি একটি ইতিবাচক কর্মকান্ড বাস্তবায়নের মধ্য দিয়ে উপস্থিতি জানান দিয়েছেন তারা। ১৫ রমযান যুবসমাজের উদ্যোগে পুরো মহল্লার বাসিন্দাদের নিয়ে ইফতারের আয়োজন সম্পন্নের মধ্য দিয়ে সে প্রশংসা একটু বাড়তি মাত্রায়ই কুড়িয়ে নিয়েছেন তারা। অনুষ্ঠিত সেই আয়োজনে অংশ নেয় মহল্লার প্রায় ৫’শত মানুষ।
যদিও লোক দেখানো কিংবা প্রশংসা অর্জন লক্ষ্য নয় তাদের বরং ঐক্যবদ্ধতা ও ভাল কাজের মাধ্যমে সমাজয়োন্ননে ভুমিকা রাখছেন এসকল যুবকরা বলে জানিয়েছেন বাসিন্দারা।
এক বাসিন্দা জানান, প্রতি বছরই মহল্লার যুবসমাজ ইফতার আয়োজন করে। তবে সেটি শুধু একজনের পক্ষেই সম্ভব নয়। ভাল কাজে তাদের ঐক্যবদ্ধতা রয়েছে বলেই এমন কর্মকান্ড বাস্তবায়নে সক্ষম হয়েছেন তারা। এমন কাজগুলো সমাজে একদিকে যেমন অন্ধকার কাটিয়ে আলো ছড়ায় তেমনি এসব ভাল কাজে অন্যকেও উদ্বুদ্ধ করতে সহায়তা করে। তাদের প্রতি দোয়া রইলো।
এদিকে যুবসমাজের এমন কর্মকান্ড বাস্তবায়নের দায়িত্বে থাকা রিফাত, নয়ন, রাসেল , হেদায়েত ও রাকিব, রাহাতসহ অন্যান্যরা জানান, আমরা প্রতিবছরই পবিত্র রমজান মাসে একটি ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। সেখানে আমাদের মহল্লার সকলকেই দাওয়াত দেয়া হয়ে থাকে। সকলের আন্তরিকতা ও ভালবাসার মধ্য দিয়ে আমরা এসব ভাল কাজগুলো সম্পন্ন করতে পারি। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।
এজন্য আমরা প্রশংসা নয় বরং সওয়াবের পাশাপাশি ঐক্যবদ্ধ থেকে ভাল কাজগুলোর উদ্যোগ নিয়ে সেটি যথার্থভাবে সম্পন্নের মধ্য দিয়ে সমাজে আলোর বিচ্ছুরণ ঘটাতে চাই। সেক্ষেত্রে আমাদের ভালকাজগুলো অন্যরা দেখে তারাও উদ্ধুদ্ধ হবেন।
এদিকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল পায়রা সংবাদের সম্পাদক এনাম মোল্লা, নির্বাহী সম্পাদক এম আর শুভ, যুগ্ন সম্পাদক সোহাগ মোল্লা , ব্যবস্থাপনা সম্পাদক শাওন খলিফা সহ স্থানীয়রা।