ঢাকাSunday , 19 March 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

ভেরনবাড়িয়া দরবারের ২ দিনব্যাপী ৬৬তম বার্ষিক মাহফিল শুরু

admin
March 19, 2023 2:30 am
Link Copied!

খলিফা মাইনুল : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নে আলহাজ্ব মৌলভী মোঃ হাতেম আলী মুন্সি (র:) কর্তৃক প্রতিষ্ঠিত ভেরনবাড়ীয়া দরবারে ২ দিনব্যাপী ৬৬তম তাফসিরুল কুরআন ও ইছালে ছওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত।

গতকাল শনিবার (১৮ মার্চ) মাহফিলের প্রথম দিন ও আজ রবিবার (১৯ মার্চ) দ্বিতীয় দিনের ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে । ভেরনবাড়ীয়া ডি.এইচ আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল পরিচালনা কমিটি ও এলাকাবাসি সূত্রে জানা যায় , প্রতিবছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী ভেরনবাড়িয়া দরবার কমপ্লেক্স ময়দানে ২ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ও তবারকের আয়োজন করা হয়েছে।

মাহফিলের প্রথম দিন (১৮ মার্চ) শনিবার প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন , শায়খুল হাদিস ,১০০ এর অধিক দেশ ভ্রমণকারী, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী [দা.বা.] মুফাসসিরে কুরআন ঢাকা। প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা মোঃ আমিনুল ইসলাম নেছারী, সাবেক হেড মুফাসসির ,রাজবাড়ী কামিল মাদ্রাসা ,ফরিদপুর । বিশেষ বক্তা হযরত মাওলানা নূর মোহাম্মদ খান, সহ অধ্যক্ষ ধানীসাফা ছালেহিয়া ফাজিল মাদ্রাসা, পিরোজপুর।

মাহফিলের দ্বিতীয় দিন (১৯মার্চ) রবিবার প্রদান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন , আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মাহাবুবুর রহমান ছালেহী, খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ ,নারায়ণগঞ্জ, ঢাকা । বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ কারী মোঃ ইব্রাহিম আল-হাদী ,খতিব স্টিমারঘাট জামে মসজিদ ,ঝালকাঠি।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা চেয়ারম্যান, নলছিটি ,ঝালকাঠি। তালিম প্রদান করবেন ,আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোঃ আবু তাইয়্যেব ,পীর সাহেব, হদুয়া দরবার।

মাহফিলের সভাপতিত্ব করেন, এডভোকেট মোঃ কাউসার হোসেন , আইনজীবী , বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সভাপতি ভেরনবাড়ীয়া ডি.এইচ আলিম মাদ্রাসা এবং মাওলানা মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ , ভেরনবাড়ীয়া ডি.এইচ আলিম মাদ্রাসা।

প্রথম দিন বক্তারা বলেন, ইসলাম হল একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। রাসুলের (সা.) আদর্শ মেনে চলতে পারলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারব। আল্লাহর ভয় যদি আমাদের মনে থাকে তাহলে মানুষ কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারেনা। দুনিয়ার লোভ পরিহার করে আল্লাহকে ভালবাসতে পারলে আখেরাতের পথ সুগম হবে।

সকল অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র মাদ্রাসার শিক্ষক মন্ডলী সহ মাহফিল পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ। আজ দ্বিতীয় দিন মাহফিলে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে ।

jahid faruk mp