ঢাকাWednesday , 30 August 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

‘বাবা’ সেইযে গেল আর ফিরে এলোনা

admin
August 30, 2023 6:49 pm
Link Copied!

আশ্রাব আলি ৫৮ডিএস লেবার, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর’ নেছারাবাদ সরুপকাঠি।বিগত ২১আগষ্ট (সোমবার) অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রতিদিনের ন্যায় নিজে সরুপকাঠী বন্দরে আসার সময় স্থানীয় নদী পার হতে নিজের ছোট ডিঙ্গি নৌকাায় ওঠে এবং নদী পারাপারের চেষ্টা করে। তার কন্যা (রোজিনা খাতুন) জানায়,পিতা আশ্রাব আলি আর মাত্র কয়েকমাস পরে অবসরে যাবেন। তার শারিরীক অবস্থায়ও বেশি ভালনা। তবে, অসুস্থ শরীর নিয়েই প্রত্যেহ তিনি অফিসে যেতেনে। তবে,২১ আগষ্ট তারিখ সকালে অফিসে যাবার কথা বলে ঘড় থেকে বের হন সারাদিন অতিবাহিত হওয়ার পওে পিতা আশ্রাব আলি বাড়িতে না ফেরায় তারা চিন্তিত হয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে ফোন দিয়ে পিতার খবর জানতে চাইলে সেখান থেকে বলা হয়। ওইদিন আশ্রাব আলি অফিসে আসেনি। এক পর্যায়ে সকল নিকট আতিœয়দের নিকট খোজ খবর করেও কোন সন্ধান মেলেনি। পরবর্তিতে ২২-০৮-২৩ আগষ্ট নেসারাবাদ থানায় একটি সাধারন ডায়রী করা হয়। যার ডায়রি নং ১০০৯। এদিকে স্থানীয়দের সাথে আলাপে তারা জানায়, আশ্রাব আলি অত্যন্ত প্রাঞ্জল ব্যাক্তি ছিলেন। ঘটনার দিন সকালে তারা তাকে অফিসের উদ্দেশে যেতে দেখেছেন। তাদের মতে, যে নৌকায় তিনি নদী পার হতেন ওই নৌকায় ছিল খুব ছোট, তাছাড়া () নদীটা খুব খর¯্রােতা। হতে পারে নদী পারাপারের সময় অসুস্থ হয়ে নিয়ন্ত্রন হারিয়ে নদীতে পওে গিয়েছেন। আশ্রাব আলির কন্যা আরও জানায়, বাবা সব সময় একাই নদী পার হতেন তবে,ওইদিন বাবা সেইযে গেলো আর ফিরে এলোনা। তিনি তার পিতার সন্ধান পেলে নিম্ন বর্নি
ত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন- ০১৭১১৩৯৮৭৮৪।