ঢাকাWednesday , 22 February 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ইজতেমা শুরু হচ্ছে আজ

admin
February 22, 2023 12:13 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ চতুর্থবারের মতো বরিশালে জেলা ইজতেমা শুরু হচ্ছে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে। বাদ আসর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হবে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আগামী শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে হেদায়েতি বয়ান শেষে বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে ইজতেমা।

এ উপলক্ষে ময়দান প্রস্তুতিতে নগরীর উপজেলা পরিষদের পেছনের অংশে বিশাল এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ১০ একর এলাকাজুড়ে সামিয়ানা টানানো হয়েছে। তাবলিগের সাথী, বিভিন্ন মাদরাসার ছাত্র এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে পুরো প্রস্তুত করা হয়েছে ইজতেমার মাঠ।

বরিশালে ইজতেমা আয়োজনে সহযোগিতা করেছে সদর আসনের এমপি, বরিশাল সিটি করপোরেশন ও জেলা প্রশাসন। এ বছর মাঠ নির্মাণের জিম্মাদারের দায়িত্বে রয়েছেন সূরা সদস্য আব্দুল্লাহ রাজা। এছাড়া মাঠ পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন বরিশাল হাতেম আলী কলেজ চৌমাথা মারকাজ জামে মসজিদের সানি ইমাম মাওলানা আব্দুর রহিম এবং ব্যবসায়ী মো. মাছুম চৌধুরী।

মাঠের জিম্মাদার আব্দুল্লাহ রাজা বলেন, কাকরাইল মসজিদসহ দিল্লীর হযরত নিজামুদ্দিন (র.) মাদ্রাসার উচ্চ পর্যায়ের মুরুব্বীদের দল আজ বুধবার বরিশালে এসে পৌঁছবেন। মাঠ পরিস্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা ব্যবসায়ী মো. মাছুম চৌধুরী বলেন, ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে অজুখানা, পাঁচ শতাধিক টয়লেট নির্মাণ, সুপেয় পানিসহ অন্যান্য স্থাপনা নির্মাণের কাজ। বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় করা হয়েছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা। বয়ানের জন্য ২৫টি মাইক বসানো হয়েছে। সার্বক্ষণিক স্বাস্থ্য সেবায় অস্থায়ী হাসপাতাল নির্মাণ, ফায়ার সার্ভিসের জন্য স্থান নির্ধারণসহ স্টেজ ও প্যান্ডেল তৈরী কাজ শেষ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত বছর বরিশাল জেলা ইজতেমায় প্রায় চার লক্ষাধিক মুসুল্লীর আগমন ঘটেছিল। এবার প্রায় দ্বিগুন মুসুল্লী হবে বলে আশা করা হচ্ছে। বরিশাল জেলার ১১টি থানা নিয়ে জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। ১১টি থানাকে ১৯টি হালকা (ইউনিট) ভাগে বিভক্ত করা হয়েছে।

jahid faruk mp