নিজস্ব প্রতিবেদকঃ ‘স্বাধীনতাই আমাদের শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ১৪ বছর পেরিয়ে ১৫ বছরে পদার্পন করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো। এ উপলক্ষে বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) নগরীর ইউরো কনভেনশন হলে বরিশাল ব্যুরো প্রধান এইচ আর হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন।
গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মজিবর রহমান নাহিদের উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন, ভোরের কাগজের বরিশাল প্রতিনিধি এমকে রানা, ঢাকা পোষ্টের বরিশাল ব্যুরো সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারন সম্পাদক রিপন হাওলাদার, বাংলাদেশ টুডের ব্যুরো প্রধান ইঞ্জিনিয়ার জিহাদ রানা, বিজয় টেলিভিশনের বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকদের লেখনির মাধ্যমে যেমন একটি মানুষের জীবন আলোকিত হয়ে যায় তেমনি মিথ্যা লেখনির মাধ্যমে একটি মানুষের জীবন অন্ধকারেও পৌঁছে যায় তাই সকলের উচিত সততা ও নিষ্ঠার সাথে কাজ করা।
এসময় দৈনিক হিরন্ময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াসিম যুবরাজ, দৈনিক বরিশাল সময়ের বার্তা সম্পাদক আমিনুল হক রশিদ, দৈনিক আজকের বার্তার যুগ্ম বার্তা সম্পাদক ফিরোজ গাজী, দৈনিক দক্ষিণাঞ্চলের বার্তা সম্পাদক প্রিন্স তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিএম মনির হোসেন, প্রথম সকালের যুগ্ম বার্তা সম্পাদক হাফিজ স্বাধীন, দৈনিক সত্য সংবাদের বার্তা সম্পাদক এমআর শুভ, আলোকিত বরিশালের সহ-ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, সাংবাদিক এন আমিন রাসেল, বিডি ক্রাইম ২৪ ডট কমের চাঁন আকন, দৈনিক গণবার্তার বরিশাল ব্যুরো শাহ পরান সুজন, সত্য সংবাদের স্টাফ রিপোর্টার রূপন কর অজিত, কলমের কন্ঠের প্রধান প্রতিবেদক ইমরান হোসেন, রিপোর্টার রিপন রানা, আলম বুক এজেন্সির পরিচালক আনন্দ সিকদার, গ্লোবাল টিভির ক্যামেরাপার্সন অপূর্ব বাড়ৈ, বিজয় টিভির ক্যামেরাপার্সন লিটন ভূঁইয়া সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।
শেষে বাংলাদেশের আলোর ১৫ বছরে পদার্পন উপলক্ষে অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন গণমাধ্যমকর্মীরা।