ঢাকাThursday , 15 February 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় ৩০ বাংলাদেশি আটক

admin
February 15, 2024 9:52 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অভিযোগে ৩০ বাংলাদেশিসহ ৬৫ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার দেশটির জোহর বাহরু প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রদেশটির ইমিগ্রেশন পরিচালক বাহারউদ্দিন তাহির বলেন, জোহর বাহরু প্রদেশের বেশ কয়েকটি হটস্পটে গত কয়েক বছরে অবৈধ প্রবাসীদের সংখ্যা বেড়ে গেছে। তাই দেশে অবৈধ প্রবাসীদের সংখ্যা কমাতে বছর জুড়ে এ ধরনের অভিযান চলবে।

অভিযানে নথিপত্র যাচাই করে ২০ থেকে ৪৯ বছর বয়সী ৬৫ প্রবাসীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ ভিসা ও পারমিট ছাড়া অবস্থান করা এবং কাজ করাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ তোলা হয়। আটকদের মধ্যে ৩০ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া, ১৮ জন ইন্দোনেশিয়ান, সাতজন ভারতীয় নাগরিক, পাঁচজন পাকিস্তানি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুজন নারী, দুইজন মিয়ানমারের ও একজন ইয়েমেনি নাগরিক ছিলেন।

আটকদের দেশটির অভিবাসন আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।