নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযানে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম আরিফ খন্দকার। তিনি ১০নং ওয়ার্ডের হিরননগর এলাকার মৃত. কাসেম খন্দকারের ছেলে।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টায় স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে নগরীর আমতলার মোড় সংলগ্ন RENATA ফার্মাসিউটিক্যালস অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেয়, স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) আকিব উল্লাহ, এএসআই (নিঃ) মাহবুবুর রহমান, এটিএসআই জাঈদুর রহমান, এটিএসআই জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
স্টীমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে আরিফ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।