ঢাকাThursday , 26 June 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের বিরামহীন প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা

admin
June 26, 2025 5:34 pm
Link Copied!

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের বিরামহীন প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কঠোর নজরদারির মধ্য দিয়ে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিভাগের এইচএসসি (সমমান) পরীক্ষা।

বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় নগর থেকে তৃণমূলের কলেজগুলোতেও যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার ধরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না কোন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন তিনি।

এদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নে মাঠে নেমেছেন খোদ বোর্ড চেয়ারম্যানও। তিনি নিজে পরিদর্শনসহ নানামাধ্যমে কঠোর মনিটরিং করছেন। একইসাথে পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিজে দুর-দুরান্তের কেন্দ্রগুলোতে নিরলস ছুটছেন।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ( ২৬ জুন) অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে নগরীর বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বেগম তফাজ্জেল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল ইসলামিয়া কলেজ ও সিটি কলেজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ ১২টি কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

এনিয়ে একাধিক অভিভাবক জানান, পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, এইচএসসি পরীক্ষা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে সম্পন্ন করার জন্য নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সবাই কঠোরভাবে দায়িত্ব পালন করছেন। এর আগে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা সংশ্লিষ্ট পরীক্ষার্থীসহ সকলকে মাস্ক পড়ে পরীক্ষা কেন্দ্রে আসার নির্দেশনা দেয়া হয়েছিল। সে অনুযায়ী সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এছাড়া শেষ অবধি সুষ্ঠু পরিবেশ বজায়ে অব্যাহত পরিদর্শন ও প্রত্যেকটি কেন্দ্রে কড়া নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা সম্পন্ন হবে বলেও জানান বোর্ড চেয়ারম্যান।