ঢাকাThursday , 3 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের এইচএসসি/ সুষ্ঠু পরীক্ষায় প্রতিনিয়ত ছুটছেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী

admin
July 3, 2025 9:25 pm
Link Copied!

বরিশালের এইচএসসি/ সুষ্ঠু পরীক্ষায় প্রতিনিয়ত ছুটছেন বোর্ড চেয়ারম্যান ইউনুস আলী

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের এইচএসসি’র প্রত্যেকটি (সমমান) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

খোদ বোর্ড চেয়ারম্যানের কঠোর নজরদারির মধ্য দিয়ে এমন ইতিবাচক কর্মধারা বাস্তবায়িত হচ্ছে। ফলশ্রুতিতে ফলাফলে প্রকৃত মেধাবীরা চমক দেখাবে বলেও ধারণা সংশ্লিষ্টদের। জানা গেছে, বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় নগর থেকে তৃণমূলের কলেজগুলোতেও যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার ধরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না কোন শিক্ষার্থী। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন ।

পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিয়মিত দুর-দুরান্তের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান। এরই ধারবাহিকতায় বরিশালের উজিরপুরের ধামুরা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজ কেন্দ্র, গৌরনদীর মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।

এদিকে পরীক্ষার হলগুলো পরিদর্শন শেষে কেন্দ্রের সম্মুখে অপেক্ষমান অভিভাবকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন বোর্ড চেয়ারম্যান। এসময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করে তাদের প্রতি নানাবিধ সচেতনতামুলক বক্তব্য রাখেন তিনি।

এ বিষয়ে একাধিক অভিভাবক জানান, পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।