নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের কাঠালিয়া উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার তালগাছিয়া মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কওমী মাদ্রাসা ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি মুফতী নূরুল্লাহ আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা আল্লামা ওবায়দুর রহমান মাহবুব। এছাড়াও বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বরিশাল বিভাগীয় কল্যান পরিষদের (আবুধাবি) সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সিফাতুল্লাহ সাহেব ও বিভাগীয় কওমী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো: রুহুল আমিন।
অনুষ্ঠানে উপজেলা শাখার সদস্যদের সাথে মতবিনিময় ও ইতিবাচক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নানাবিধ দিক-নির্দেশনা প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।