ঢাকাTuesday , 21 May 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজে তিন পদে নিয়োগ

admin
May 21, 2024 11:32 pm
Link Copied!

বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজে তিন পদে নিয়োগ

প্রতিষ্ঠাতা: মেজর মো: আদনান নবীন (অবঃ) প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত (ইংরেজী ভার্সন)

১/পদের নাম
প্রিন্সিপাল
পদ সংখ্যা-০১ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতকোত্তর, ( বি,এড,এম,এড ও কিন্ডারগার্টেন সহ যেকোন স্কুলে কর্মরত থাকলে অগ্রাধিকার )

২/ পদের নাম
শিক্ষক/শিক্ষিকা
পদ সংখ্যা-০৪ জন
*শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা * ইংরেজি বিভাগে অনার্স-মাস্টার্স ও ইংরেজি ভার্সনে পাঠদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

৩/ পদের নাম
অফিস সহকারী (কম্পিউটার অপারেটর)
পদ সংখ্যা-০১ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা
কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞদের অগ্রাধিকার
বাংলা ও ইংরেজি টাইপে দক্ষ হতে হবে।

★আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখ করে স্ব-হস্তে লিখিত দরখাস্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের কপি, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আগামী ৩০ মে’র মধ্যে স্কুলের অফিস এর ইমেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। এছাড়া আগামী ৫ জুন স্কুলের অফিস কক্ষে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিঃ দ্রঃ সকল পদে বেতন ও অন্যান্য সুবিধাদী আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। © ঠিকানা: ব্লক-এ, ৬/৯, হিরণ পয়েন্ট, রূপাতলী হাউজিং স্টেট, বরিশাল সদর, বরিশাল। info.bgsc786@gmail.com, f / BarishalGrammar School and College, 01833-351333 01842-912697, 01329-121003(office)