ঢাকাSaturday , 4 November 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
jahid faruk mp
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে প্রথমবারের মত নারীদের জন্য আয়োজন করা হলো ‘আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা’

admin
November 4, 2023 12:20 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদক
নারী সংগঠন মানবী’র উদ্যোগে ”স্বনির্ভর মানবী” প্রজেক্টের আওতায় আজ সকালে প্রাকটিকাল ক্লাসের মাধ্যমে শেষ হল নারীদের জন্য ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তজার্তিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও ড্রীমি ম্যাট্রিমনির আলোকচিত্র বিভাগের প্রধান মেহেদী হাসান শুভ।

উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন প্রায় ১৫ জন তরুনীরা। আলোকচিত্রের প্রাথমিক বিষয়বস্ত এবং কিভাবে একজন নারী আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার গঠন করতে পারেন সে সম্পর্কে জেনেছেন শিক্ষার্থীরা।

স্পাইস এন্ড মোর রেস্তোরায় হয়েছে প্রথম দুইদিনের আয়োজন। মানবীর প্রতিষ্ঠাতা আফসানা মীম বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং তাদের অল্প অল্প এগিয়ে যাওয়ার অংশ হতে পারে মানবী বেশ আনন্দিত। প্রশিক্ষণার্থী মুক্তা বলেন, আলোকচিত্রের এত বড় পরিসর সম্পর্কে আগে জানা ছিল না।

অনেক কিছু জানলাম এবং শিখলাম। কর্মশালার শেষ দিন ভোরে নগরীর চাদমারী খেয়াঘাট এলাকায় ছবি তুলতে বেরিয়েছিলেন সবাই।

প্রশিক্ষক শুভ বলেন, এই ধরনের আয়োজন মানবী বলেই করতে পেরেছে। সবার মাঝে বেশ উৎসাহ দেখলাম ছবি তোলার ব্যাপারে। সবার জন্য শুভকামনা। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল সকলকে সনদপত্র প্রদান করা হয় মানবীর পক্ষ থেকে।

jahid faruk mp