ঢাকাMonday , 10 April 2023
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক সত্য সংবাদ সম্পাদকের সুস্থতায় ‘মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে দোয়া

admin
April 10, 2023 11:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল থেকে প্রকাশিত স্থানীয় প্রাচীন দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সালের সুস্থতা কামনায় মেহেন্দিগঞ্জে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গত ৮ এপ্রিল রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার পাতারহাট পুরাতন হাসপাতাল জামে মসজিদে তারাবি নামাজ শেষে এ দোয়া মোনাজাত করা হয়।

এসময় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত ফয়সালের দ্রুত সুস্থতা কামনা করে রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দসহ মুসল্লীরা। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইউসুফ আলী সৈকতসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ২৮ মার্চ রাতে দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদক এস এম রাকিবুল হাসান ফয়সালসহ ৫ জন মিলে যাত্রা করছিলেন। পথিমধ্যে রাত প্রায় তিনটার দিকে পটুয়াখালীর কলাপাড়া ব্রীজে দু’টি মটর সাইকেলের একটি অন্যটিকে পিছন থেকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তারা ।

এসময় তাদের দুটি মোটরবাইক সড়কের পার্শ্বে থাকা সুরক্ষা পিলারে সজোরে পতিত হয়ে ধুমড়ে-মুচড়ে যায়। একই সাথে আরোহী ৫ জনের ৩ জনই গুরুত্বর আহত হন।

ঐসময় আহতদের টহল পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা অবনতি হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সম্পাদক ফয়সালের মাথা , নাক ও হাতে জখমপ্রাপ্ত হলে সেখানে চিকিৎসা প্রদান করা গেলেও বাম পায়ের হাড় ভেঙ্গে গুরুত্বর অবস্থা পর্যবেক্ষণ করলে দায়িত্বরত ডাক্তাররা ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। বর্তমানে তার পায়ের অপারেশন সেখানে সম্পন্ন হয়েছে।

স্থানীয় দৈনিক সত্য সংবাদ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি এস এম রাকিবুল হাসান ফয়সাল জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন।

তার নিজ বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলায়। এলাকায়ও তিনি একজন সুপরিচিত ব্যক্তি হিসেবে খ্যাতি লাভ করেছেন ।

এছাড়া ফয়সাল রাকিব দীর্ঘদিন ধরে সুনামের সাথে আওয়ামী রাজনীতিতেও যুক্ত রয়েছেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক পদেও যথাযথভাবে দায়িত্ব পালন করছেন।