ঢাকাMonday , 28 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাইলস্টোন ট্র‍্যাজেডি: নিহতদের প্রতি জমজম পরিবারের শোক ও দোয়া অনুষ্ঠিত

admin
July 28, 2025 10:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শহীদ শিশু-কিশোরদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শোক ব্যানার হাতে অবস্থান কর্মসূচী পালন করে জমজম আইএইচটি ম্যাটস এন্ড নার্সিং কলেজ বরিশাল এর শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করা হয়।

এ সময় উপস্থিত সকলে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে, আল্লাহ আমাদের সকলকে হেফাজতে রাখুন।

অনুষ্ঠানে জমজম আইএইচটি ম্যাটস এন্ড নার্সিং কলেজ এর চেয়ারম্যান এসএম সাজ্জাদুল হক বলেন এরকম ঘটনা বেদনাদায়ক এবং অনাকাংখীত। আল্লাহ শহীদ শিশু-কিশোর যেনো জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং অভিভাবকদের পর্যাপ্ত ধৈর্য্য ধারনের তৌফিক দান করেন।

তিনি আরো বলেন এ ধরনের ঘটনার পুণরাবৃত্তী নাঘটে এবং আহত শিশু-কিশোরদের সুচিকিৎসায় তৎপর হওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক প্রাণ হারান, যা সারাদেশে গভীর শোকের ছায়া ফেলেছে।