নিজস্ব প্রতিবেদক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনা ও গভীর শোক প্রকাশ করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো: ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় হৃদয়বিদারক বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে তাদের রুহের মাঘফেরাত কামনা করে ও আহতদের সুস্থ্যতায় দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি.এম শহিদুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামরুজ্জামান কামাল, কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।