ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় জড়িত ৩ জন গ্রেফতার

admin
July 7, 2025 9:39 pm
Link Copied!

অনলাইন ডেস্ক

নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের প্রচারণায় জড়িত থাকার অভিযোগে বরিশাল ও ঢাকায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতয়ালী মডেল থানা পুলিশ।

বিএমপির মিডিয়া সেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুলাই) রাত ৮টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানী ঢাকা থেকে কোতয়ালী মডেল থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সোহাগ হোসেন ওরফে আবির হাসান (৩৩)–কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত সোহাগ সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর বিভিন্ন স্থানে পোস্টারিং করেন। পাশাপাশি, এসব কর্মকাণ্ড ভিডিও ধারণ ও সম্পাদনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

তার এই অপতৎপরতায় সহযোগিতা করেন ভিডিওগ্রাফার নয়ন ঘরামী (২৮) এবং পোস্টার ছাপানোর কাজে যুক্ত ছিলেন কালার ডট মিডিয়া প্রেসের মালিক মোঃ রেজাউল হক সুমন (৩৪)।

সোহাগের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (৬ জুলাই) নগরীর কালী বাড়ি রোড এলাকা থেকে নয়ন ঘরামী ও রেজাউল হক সুমনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ সংগঠনের হয়ে বিভিন্ন দিবস ও রাজনৈতিক কর্মসূচিতে পোস্টারিং ও অনলাইন প্রচারণা চালিয়ে আসছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বরিশাল মহানগর আওয়ামী লীগের পলাতক নেতৃবৃন্দের ইন্ধন ও অর্থায়নে তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।