নিজস্ব প্রতিবেদক
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে এডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন ও ইউনিসেফের আয়োজনে এ কর্মসুচী সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মনজুর ইলাহী।
ইসলামী ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের পরিচালক ড. হাজেরা খাতুন, ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেনসহ বিভাগের বিভিন্ন মসজিদের ইমাম ও জেলার আলিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরতরা উপস্থিত ছিলেন।