ঢাকাMonday , 7 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির নতুন মহাসচিবকে দলের নির্বাহী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমানের শুভেচ্ছা

admin
July 7, 2025 9:33 pm
Link Copied!

বার্তা পরিবেশক, মেহেন্দিগঞ্জ

জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে অভিনন্দন জানিয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান।

​​​​​সোমবার (৭ জুলাই) ২০২৫ নিজের ফেসবুকে নতুন মহাসচিবকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে স্ট্যাটাসে দিয়েছেন। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জন বন্ধু জি এম কাদের সাহেবকে অভিনন্দন জানাচ্ছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী সাহেবকে জাতীয় পার্টির মহাসচিব নিয়োগ প্রদান করায়।

নবাগত মহাসচিব কে পার্টির স্বার্থে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি ও সংগ্রামী শুভেচ্ছা জ্ঞাপন করছি।

আরো বলেন, আশা করছি জাতীয় পার্টির চেয়ারম্যান জন বন্ধু জি এম কাদের এর প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে নবনির্বাচিত মহাসচিব যথাযথ ভূমিকা পালন করবে। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে গনতন্ত্রের আদর্শিক নেতা জি এম কাদের এর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে আপ্রাণ প্রস্তুত থাকবেন।

আজ সোমবার (৭ জুলাই) ২০২৫ ইং জাপার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় নতুন মহাসচিব নির্বাচিত করার সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী বার্তাটি পাঠিয়েছেন।

জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ পাওয়া শামীম হায়দার পাটোয়ারী সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। ২০১৮ সালের মার্চে গাইবান্ধা–১ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য হন।

সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে একই আসনে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করে হেরে যান তিনি।

শামীম হায়দার পাটোয়ারী একসময় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দলটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।