ঢাকাSunday , 20 July 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের এইচএসসি/ দুর-দুরান্তের কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান, সন্তুষ্ট অভিভাবকরা !

admin
July 20, 2025 9:45 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের এইচএসসি’র প্রত্যেকটি (সমমান) পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। পরীক্ষা অনুষ্ঠিতের দিনগুলোতে নিয়মিত দুর-দুরান্তের প্রান্তিক পর্যায়ের কেন্দ্রে ছুটছেন বোর্ড চেয়ারম্যান। এরই ধারবাহিকতায় রোববার (২০ জুলাই) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার শহীদ রাজা ডিগ্রি কলেজ আমুয়া কেন্দ্র, মজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্র, ভান্ডারিয়া সরকারি কলেজ কেন্দ্র, ঝালকাঠির কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, রাজাপুর সরকারি কলেজ কেন্দ্র, আলহাজ্ব লালমোন হামিদ মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেছেন।
বোর্ড চেয়ারম্যানের এমন নিরলস পরিদর্শনে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা জানান, বিগত বছরগুলোর তুলনায় এবারে দৃষ্টান্তমুলক কড়া ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম মেনে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। যার ধরুন অসদুপায় অবলম্বন কিংবা অবৈধ সুবিধা পাচ্ছে না আমাদের সন্তানরা। এছাড়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরাও শিক্ষাবোর্ডের সহায়তায় শৃঙ্খলা বজায়ে সক্রিয় রয়েছেন । এছাড়া পরিক্ষা কেন্দ্রগুলো এমনই হওয়া উচিত যেখানে আমাদের সন্তানরা তাদের যোগ্যতা ও মেধা দিয়ে নিজের পরীক্ষা নিজে দিবে। এবারে সেই প্রতিফলন ঘটছে নজরদারির মাধ্যমে। এর মাধ্যমে আমাদের সন্তানরা তাদের মেধাকে পরিস্ফুটিত করতে পারবে। এসময় অভিভাবকরা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিস্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।