ঢাকাTuesday , 30 September 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. জবস
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. ফিচার
  11. বিজ্ঞাপন
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দেশটা কারও বাপের না, দেশটা আমার-আপনার: বরিশাল রেঞ্জ ডিআইজি

admin
September 30, 2025 10:39 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, ‘এই দেশটা কারো বাপের না, দেশটা আমার–আপনার সবার। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনা পৌর শহরের আখরাবাড়ি, কালীবাড়ি মন্দির এবং দক্ষিণ মনসাতলী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডিআইজি আরও বলেন, ‘দুর্গাপূজা আমাদের বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব। এবারও পূজা উৎসবমুখর পরিবেশে, পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে, যা একটি ইতিবাচক দিক। এখানে ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দ নেই। আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।’

এ সময় বরগুনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল হক, বরগুনা সদর থানার ওসি মো. ইয়াকুব হোসাইন, বরগুনা-১ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট রেজবুল কবির, জেলা জামায়াত আমির মহিবুল্লাহ হারুন এবং পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার উপস্থিত ছিলেন।

আখরাবাড়ি মন্দিরে পৌঁছালে মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার ডিআইজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বরগুনার সনাতনী হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বরগুনায় এ বছর মোট ১২৯টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২২টি, বেতাগীতে ৩০টি, আমতলীতে ১৩টি, তালতলীতে ১০টি, বামনায় ১৪টি এবং পাথরঘাটায় ৪০টি মণ্ডপে পূজা উদযাপন হচ্ছে।