নিজস্ব প্রতিবেদক
হারানো মোবাইল উদ্বারের মধ্য দিয়ে আবারও দুরদর্শীতার প্রমাণ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার এএসআই মোঃ সাইদুল ইসলাম। একের পর এক নামিদামি হারানো মোবাইল উদ্বার করে প্রকৃত সত্ত্বাধীকারীর কাছে পৌছে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সুবিধাভোগীদের কাছে আস্থার যায়গা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি। দুরদর্শী এ কাজের মধ্য দিয়ে তিনি শুধু নিজেই সমাদৃত হচ্ছেন না, পুলিশ বিভাগকে জনসাধারণের মধ্য আস্থার স্থানেও প্রতিষ্ঠিতে ভুমিকা পালন করছেন।
জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর একটি দামি আইফোন হারানোর অভিযোগে কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন বরিশাল নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা মোঃ মহি উদ্দিন খান।
ডায়েরীভুক্ত হওয়ার পর বিষয়টির তদন্তকারী হিসেবে নিযুক্ত হন থানার এএসআই মোঃ সাইদুল ইসলাম। এরপর থেকেই তিনি মোবাইলটি উদ্বারে সক্রিয় হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় দুরদর্শী ও দক্ষতার মাধ্যমে বিপুল অর্থের এ মোবাইলটি উদ্বারে সক্ষম হন। পরবর্তীতে প্রকৃত স্বত্তাধীকারি মহি উদ্দিনের কাছে মুঠোফোনটি হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ।
এদিকে হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে মহি উদ্দিন জানান- খুব স্বল্প সময়ের মধ্যেই আমার দামি ফোনটি উদ্বার করে দিয়েছেন কোতয়ালী মডেল থানা পুলিশ। আমি তাদের ওপর কৃতজ্ঞতা প্রকাশ করছি।